নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদীর বালুমহালে নির্দিষ্ট দূরুত্ব না রেখে ব্যক্তি মালিকানাধীন জমির নিচ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। বালু উত্তোলন বন্ধের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন কৃষকরা।
জানাগেছে, বদলগাছী উপজেলার ছোট যমুনা নদীর পূর্ব পাশে ডাঙ্গীসারা মৌজায় গত ২২ জুন থেকে বালু উত্তোলন করছেন বালু ব্যবসায়ী ফারুক হোসেন, শাহিন ও হিরুসহ কয়েকজন। তাদের দাবি জেলার ধামইরহাট উপজেলার মফিজ উদ্দিনের কাছ থেকে এ বছর সাবলিজ নিয়েছেন তারা। ড্রেজার মেশিন স্থাপনের দিনই ফসলি জমি রক্ষায় এলাকাবাসী বাঁধা দিলেও রক্ষা হয়নি। যেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে তার আশপাশেই রয়েছে ফসলি জমি। ড্রেজার মেশিন দিয়ে গভীর করে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে ফসলি জমি। এছাড়া বালু বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর চলাচল শুরু হলে বাঁধের রাস্তাও হুমকির মুখে পড়বে। গত বছরের বন্যায় বাঁধের রাস্তাটি দুর্বল হয়ে পড়েছে। এতে হুমকির মুখে রয়েছে বাঁধটিও।
বালুমহাল সাবলিজ নেয়াদের মধ্যে একজন ফারুক হোসেন বলেন, আমরা কয়েকজন মূল ইজারাদারের কাছ থেকে বালুমহালটি সাবলিজ নিয়েছি। এখানে প্রায় ৭৫ বিঘার মতো সরকারি জায়গা রয়েছে। আশপাশের লোকজন ও কৃষকদের বুঝিয়েছি। কারো জমি থেকে এবং ক্ষতি করে বালু ওঠানো হচ্ছে না।