You have reached your daily news limit

Please log in to continue


খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত্ব ৯ পাটকল শ্রমিকরা ফের আন্দোলনে

বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রিত রাষ্ট্রায়ত্ত্ব পাটকলে উৎপাদন বন্ধে সরকারি সিদ্ধান্ত সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রস্তুতিমূলক এক সভা আগামী ২৭ জুন বিজেএমসি দফতরে অনুষ্ঠিত হবে। এমন একটি চিঠির খবর পেয়ে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব ৯ পাটকল শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। মিল চালু রাখতে শ্রমিকরা রাজপথে নামার প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার খুলনার ৯টি পাটকলে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন। রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের উদ্যোগে সকাল ১০টায় খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, স্টার, দৌলতপুর, আলিম, ইস্টার্ন, যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিল গেটে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মিলের উৎপাদন চালু রাখা, নিয়মিত মজুরি প্রদান, পাট ক্রয়ের অর্থ বরাদ্দের দাবি জানান হয়। সমাবেশ শ্রমিক নেতা শাহানা সারমিন, হুমায়ন কবির, দ্বিন ইসলাম, মাওলানা হেমায়েত উদ্দীন আজাদী, মুরাদ হোসেন, সোহরাব হোসেন, আবু দাউদ দ্বীন মোহাম্মদসহ, বিল্লাল হোসেন, আলাউদ্দিনসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন