আইএসের প্রধানের খোঁজ দিলেই মিলবে ১ কোটি মার্কিন ডলার

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ জুন ২০২০, ০৯:৫৪

আইসিসির নয়া প্রধান আমির মহম্মদ সইদ আব্দুল-রহমাল-মাওলাকে ধরতে পুরস্কার মূল্য দ্বিগুণ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মিলবে ১০ মিলিয়ন অর্থাত্‍‌ এক কোটি মার্কিন ডলার। ডিপার্টমেন্ট অফ স্টেট'স রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম আর্থিক অঙ্ক দ্বিগুণ করার কথা জানিয়ে বলেছে, ৫ মিলিয়ন ডলারের পুরস্কার বাড়িয়ে ১০ মিলিয়ন ডলার করা হয়েছে।

এই আল মাওলা হাজি আবদুল্লাহ ওরফে আবু-উমর তুর্কমানি নামেও পরিচিত। ২০১৯ সালের অক্টোবরে মার্কিন সেনার হামলায় আবু বকর আল-বাগদাদি নিহত হলে, তাঁর উত্তরসূরি হিসেবে ইসলামিক স্টেটের প্রধান হন হাজি আবদুল্লাহ। আল-মাওলার জন্ম ইরাকের মসুলে, ১৯৭৬ সালে। আইসিসে যোগ দেওয়ার আগে ইরাকে আল-কায়দার সন্ত্রাসবাদী নেতা হিসেবে কাজ করেছেন।

তিনি উত্তর-পশ্চিম ইরাকে ইয়াজিদি ধর্মীয় সংখ্যালঘু অপহরণ, হত্যা, পাচার, সবকিছুর সঙ্গেই জড়িত বলে মার্কিন দাবি। কয়েকটি সন্ত্রাসবাদী অভিযানের নেতৃত্বও তিনি দিয়েছেন
২০২০ সালের ১৮ মার্চ আল-মাওলাকে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদী' হিসেবে ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘোষণার ফলে কোনও মার্কিন নাগরিক আল-মাওলার সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবেন না বলে জানানো হয়। এসব জানা সত্ত্বেও কোনও মার্কিনি আল-মাওলা বা আইসিসকে কোনও ভাবে সাহায্য করলে, তা অপরাধ হিসেবে গণ্য হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us