বিশ্বকাপে অংশগ্রহণ করতে বিসিসিআইয়ের লিখিত আশ্বাস চায় পিসিবি!

ঢাকা টাইমস প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৯:৩৮

করোনাভাইরাসের কারণে চলতি অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ অনিশ্চিত৷ তবে ২০২১ সালে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ হওয়ার কথা৷ বিশ্বকাপ আসরে অংশগ্রহণ করতে পাকিস্তানি ক্রিকেটারদের ভারতের ভিসা পেতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আইসিসিকে বিসিসিআইয়ের কাছ থেকে লিখিত আশ্বাস নেওয়ার দাবি জানাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি সিইও ওয়াসিম খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমরা ২০২১ এবং ২০২৩ সালে ভারতে মাটিতে আইসিসি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও দেখছি৷

ইতোমধ্যে আমরা আইসিসিকে বিসিসিআইয়ের কাছ থেকে লিখিত নিশ্চয়তা দিতে বলেছি যে, খেলোয়াড়দের ভিসা সংক্রান্ত ছাড়পত্র পেতে আমাদের কোনও সমস্যায় পড়তে হবে না।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক উর্ধ্বতন কর্তার মতে, আইসিসিকে বিসিসিআইয়ের কাছ থেকে আগামী কয়েক মাসের মধ্যে তাদের সরকারের কাছ থেকে আশ্বাস নিতে বলেছে পিসিবি৷ এই কর্মকর্তা আরও জানিয়েছেন যে, আইসিসির কার্যনির্বাহী বোর্ড তার পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেবে পরবর্তী টি-২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়া বা ভারত আয়োজিত হবে কিনা। করোনা আবহের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয় বৃহস্পতিবারই সিদ্ধান্ত নেওয়ার কথা আইসিসি-র৷

তবে পিসিবি সিইও ওয়াসিম খান বলেন, ‘এখন বড় প্রশ্নটি হচ্ছে ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ হলে সেটি কোন দেশ আয়োজন করবে, অস্ট্রেলিয়া না ভারত৷ কারণ ২০২১ সালে নির্ধারিত ওয়ার্ল্ড টি-২০ আয়োজনের দায়িত্ব ভারতের হাতে রয়েছে৷’ তবে তিনি এও জানিয়েছেন যে, আইসিসি সদস্যরা অনুভব করেছেন ২০২১ অথবা ২০২২ সালের অক্টোবরে-নভেম্বর মাসে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া উচিত। তবে খান জানিয়েছেন যে পাকিস্তান আইসিসি ইভেন্টের জন্য ভারতে যাবে তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষা সম্পর্কে সম্পূর্ণ আশ্বাস পাওয়ার পরে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us