স্বাস্থ্যবিধি মেনে বসবে কোরবানির পশুর হাট: স্থানীয় সরকার মন্ত্রী
প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৫:৩৩
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এ বছর কোরবানির ঈদের পশুর হাট বসবে। বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পবিত্র ঈদুল আজহা-২০২০ উপলক্ষে পশুর হাট বিষয়ে অনলাইন সভায় তিনি এ কথা জানান।
পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করণ বিষয়ে এ আলোচনার আয়োজন করা হয়।
মো. তাজুল ইসলাম বলেন, পশুর হাটের নিরাপত্তা এবং পশু বিক্রি নিয়ে আমরা কয়েকটি সভা করেছি। আরও কয়েকটি সভা করা হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে সভা করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একটি সভা করা হয়। পশুর হাট নিয়ে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করব।