প্রাকৃতিক উপায়ে পান স্বাস্থ্যোজ্জ্বল চুল

ঢাকা টাইমস প্রকাশিত: ২৫ জুন ২০২০, ০৮:৩২

ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুল কে না পেতে চান। কিন্তু এজন্য আপনি বাড়তি যত্নবান হতে হবে। শরীরের সুস্থতার জন্য যেমন ডিটক্স করতে হয়, তেমনি চুলের যত্নেও ডিটক্স ডায়েট মানতে হবে। অত্যধিক ধুলা-ময়লা, সূর্যের রশ্মি, ঘামে চুলের ক্ষতি আমাদের অজান্তেই হতে থাকে।

তার সঙ্গে দৈনন্দিন ব্যস্ততায় সবসময়ে সঠিক যত্নও নেওয়া হয়ে ওঠে না। বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে শুরু করুন আপনার চুলের পরিচর্যা। তবে বাড়িতে যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে হবে চর্চা তাই শুরুতেই হাল ছেড়ে দেয়া যাবে না। নিয়মিত দেখভালে আপনার চুল হয়ে উঠবে ভিতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল।

কীভাবে সম্ভব? রইল তার সহজ কিছু উপায়। শশা ও লেবুর প্যাক শশা ও লেবুর রসের পেস্ট বানিয়ে তাতে অলিভ অয়েল বা নারকেল তেল মেশাতে পারেন। এই মিশ্রণ এবার স্ক্যাল্প ও চুলের লেন্থে লাগিয়ে নিন। ২০ মিনিট লাগিয়ে রাখার পর শ্যাম্পু করে নিন। অনেক ধরনের দামি শ্যাম্পু ব্যবহার করেছেন? কিন্তু চুলে রুক্ষতা কাটেনি। তাহলে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মধু দিয়ে শ্যাম্পু। কীভাবে? এক টেবলচামচ মধুর সঙ্গে তিন টেবলচামচ পানি এবং পছন্দের এসেনশিয়াল অয়েল মেশান। ভেজা চুলে এই মিশ্রণ লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ​

নারিকেল ও অ্যালোভেরা শ্যাম্পু ৪ টেবিলচামচ নারিকেলের দুধের সঙ্গে ২ টেবিলচামচ অ্যালোভেরার রস মিশিয়ে এই মিশ্রণ ভেজা চুলে ও স্ক্যাল্পে মাসাজ করুন পাঁচ মিনিট। তারপর ধুয়ে ফেলুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us