উদ্যোক্তাদের জন্য অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরি করবে বিসিক
প্রকাশিত: ২৪ জুন ২০২০, ২২:০১
উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। এর মূল উদ্দেশ্য হলো- কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা করা। বুধবার অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মের প্রতিনিধিত্বকারী/সহায়তাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে অনলাইন মার্কেটিংয়ের ওপর বিসিকের পক্ষ হতে তৈরি করা অবস্থান পত্রের আলোকে বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরি ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হয়।
ভিডিও কনফারেন্সে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, সারাদেশে বিসিকের ৭৬টি শিল্প নগরীতে একটি করে পণ্য প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। পরবর্তীতে উক্ত প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রগুলোকে অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করা হবে, যাতে সারাদেশের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য অলনাইনে বিক্রি করতে পারেন।