আক্রান্ত আরো সাত পাকিস্তানি ক্রিকেটার

নয়া দিগন্ত প্রকাশিত: ২৪ জুন ২০২০, ০৬:৩১

আগস্টে হতে চলা তিন ম্যাচের টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে চলতি সপ্তাহেই ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। আসন্ন সফরের কথা মাথায় রেখে রোববার ২৯ জন ক্রিকেটারের করোনা টেস্ট করায় পিসিবি। তার মধ্যে সোমবার তিন ক্রিকেটার হায়দার আলি, হ্যারিস রউফ ও শাদাব খানের কোভিড পজিটিভ ধরা পড়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১০।

মঙ্গলবার নতুন করে আরো সাত পাক ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সাত ক্রিকেটার হলেন ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মহম্মদ হাফিজ, মুহম্মদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ। এছাড়া দলের এক সার্পোট স্টাফের রিপোর্টও পজিটিভ এসেছে। তবে বাকি সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তবে এখনও শোয়েব মালিক, কোচ ওয়াকার ইউনিস ও ক্লিফে ডেকনের টেস্ট হয়নি। বৃহস্পতিবার ফের একবার দলের সকলের করোনা টেস্ট করা হবে বলে পিসিবি জানিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us