করোনা পরিস্থিতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ: শিল্পমন্ত্রী
প্রকাশিত: ২৪ জুন ২০২০, ০১:০৪
নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে বিদ্যমান কর্মসংস্থান ধরে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এ চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতির প্রাণশক্তি হিসেবে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গতকাল ‘কভিড-১৯ অর্থনৈতিক সংকট এবং বাংলাদেশের এসএমই শিল্প খাত’ শীর্ষক ভার্চুয়াল এক সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।