দিল্লির দাঙ্গায় ইন্ধন দেয়ার অভিযোগে আটক হয়েছিলেন অন্তঃসত্ত্বা মুসলিম ছাত্রী সফুরা জারগার। তাকে আটক করে কারাগারে পাঠানোর ঘটনা নিয়ে ভারতের বাইরেও ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। এবার জামিন পেলেন সেই মুসলিম ছাত্রী। ভারতীয় এক আদালত সাফুরা জারগারের জামিন মঞ্জুর করে।
এপ্রিলে যখন জারগারকে গ্রেফতার করা হয় তখন তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশ তাকে দিল্লি দাঙ্গার অন্যতম ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত করে।
তবে জারগারের বিরুদ্ধে বেআইনী ক্রিয়াকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এর অধীনে অভিযুক্ত করা হয়েছিল। এটি একটি কঠোর আইন যা আসামির পক্ষে জামিন পাওয়া প্রায় অসম্ভব।
ওই অভিযোগ সবসময় অস্বীকার করেছে সফুরা জারগারের পরিবার। তাদের বক্তব্য, তিনি শুধু নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
ফেব্রুয়ারিতে ভারতের রাজধানীতে হিন্দু-মুসলিম ওই দাঙ্গায় ৫৩ জন মারা যান, যাদের সিংহভাগই ছিল মুসলিম।