উজ্জ্বল ত্বকের জন্য ভেষজ মাস্ক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুন ২০২০, ০৬:২০

প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া ত্বকের পাশাপাশি পরিবেশের জন্যও উপকারী।

এতে রাসায়নিক পণ্যের ব্যবহার কমে এবং ত্বকের কোনো রকম সমস্যা হয় না।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ভেষজ রূপচর্চার ভারতীয় ব্র্যান্ড ‘পল পেন্ডারস বায়োটেকনিক্যাল’য়ের পরিচালক সারগাম ধাওয়ান ভায়ানার দেওয়া প্রাকৃতিকভাবে ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে ভেষজ উপাদানে তৈরি কয়েকটি মাস্ক সম্পর্কে জানানো হল।

শসার মাস্ক

ত্বক সতেজ করে

উপকরণ: আধা শসার কুচি। এক টেবিল-চামচ লেবুর রস। দুতিনটা পুদিনা পাতা কুচি।

পদ্ধতি: একটা কাচের বাটিতে শসার কুচি নিন। এতে পুদিনা-পাতা ও লেবুর রস যোগ করুন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মুখ ও গলায় ব্যবহার করুন। প্যাক শুকিয়ে আসলে মুখ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উপকারিতা: শসা ও পুদিনা ত্বক ঠাণ্ডা রাখে। গরম ও রোদের কারণে হওয়া ত্বকের জ্বলুনি ও প্রদাহ দূর করতে সহায়তা করে।

এটা ভিটামিন সি সমৃদ্ধ আর্দ্রতা রক্ষাকারী মাস্ক যা ত্বকের মলিনভাব কমায় এবং ত্বক উজ্জ্বল ও মসৃণ করে।

লেবুর অ্যাসিডিক উপাদান ত্বককে ব্রণ থেকে রক্ষা করে এবং গরমের কারণে হওয়া অ্যালার্জি থেকে বাঁচায়।


কলা ও হলুদের মাস্ক

ত্বক উজ্জ্বল করে

উপকরণ: দুই টেবিল-চামচ কলা পিষে নিন। আধা চা-চামচ হলুদ। এক চিমটি বেইকিং সোডা।

পদ্ধতি: একটা কাচের পাত্রে চটকে নেওয়া কলার সঙ্গে হলুদ ও বেইকিং সোডা যোগ করে ভালো মতো মেশান। মাস্কটি সারা মুখ ও গলায় মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে আলতো করে মুছে নিন।

উপকারিতা: এই প্যাক ব্যাক্টেরিয়া রোধী উপাদান সমৃদ্ধ যা ব্রেক ‘আউট’ কমায়।

অতিরিক্ত সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে তৈলাক্তভাব কমায় যা বর্তমান আবহাওয়ায় আর্দ্রতা ও ঘামের কারণে হওয়া সাধারণ সমস্যা।

লোমকূপেরর আকার সংকুচিত করে। এর প্রদাহ নাশক উপাদান ত্বকের লালচেভাব কমায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us