প্রথমবার বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় মুকেশ আম্বানি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১৬:৫০

এশিয়ার শীর্ষ ধনী ছিলেন মুকেশ আম্বানি। এবার মহাদেশটি ছাড়িয়ে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় জায়গা করে নিলেন তিনি। একমাত্র এশিয়ার ধনকুবের হিসেবে শীর্ষ ধনীর তালিকায় স্থান পান মুকেশ আম্বানি। সোমবার প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেস্কে এমন তথ্য দেখা গেছে।

৬৪.৫ বিলিয়ন (৬ হাজার ৪৫০ কোটি ডলার) নিয়ে ওরাল কর্পের ল্যারি এলিসন ও ফ্রান্সের ফ্র্যাংকয়েস বেটেনকোর্ট মায়েরকে পেছনে ফেলে সেরাদের তালিকায় ৯ নম্বরে উঠে আসেন মুকেশ।

জুনের শুরুতেই নিজেদের ঋণমুক্ত ঘোষণা করে মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রি। মার্চের শেষে তাদের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ১.৬ ট্রিয়লন রূপি (২১ বিলিয়ন ডলার)।

ব্লুমবার্গ ইনডেক্সের তথ্যানুযায়ী বিশ্বের শীর্ষ ১০ ধনীদের প্রথম পাঁচজনের চারজন মার্কিন যুক্তরাষ্ট্রের। ১৬ হাজার ৪০০ কোটি ডলার নিয়ে এ তালিকায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস শীর্ষে রয়েছেন। ১০ হাজার ৯৯০ কোটি ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তৃতীয় স্থানে রয়েছেন। ফ্রান্সের লিলিয়ানে বেটেনকোর্ট ও গ্রুপ আরনল্টের বার্নার্ড আরনল্ট রয়েছেন চতুর্থ স্থানে। এরপর রয়েছেন বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফেট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us