শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অতুলগামাগের বিস্ফোরক মন্তব্যে গত সপ্তাহেই চাঞ্চল্য ছড়ায় ক্রিকেটমহলে। তাঁর অভিযোগ, ২০১১ বিশ্বকাপের ফাইনালে ইচ্ছাকৃত ম্যাচ হারে শ্রীলঙ্কা। অর্থের বিনিময়ে ভারতকে ম্যাচ ছেড়ে দেয় কুমার সঙ্গকারার দেশ। শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান অরবিন্দ ডি সিলভা অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তিনি চান, তদন্ত করে সত্যটা খুঁজে বার করা হোক।
২০১১ সালে ডি’সিলভাই শ্রীলঙ্কার দল নির্বাচন কমিটির চেয়ারম্যান ছিলেন। তাঁর দাবি, বিশ্বের কাছে সত্য তুলে ধরার জন্য অবিলম্বে এই অভিযোগ নিয়ে তদন্ত করতে হবে। সোমবার শ্রীলঙ্কার এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ডি’সিলভা বলেছেন, ‘‘মিথ্যে বলে বার বার পার পেয়ে যাবে, তা হয় না। আমার অনুরোধ, আইসিসি, ভারতীয় বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অবিলম্বে এ বিষয়ে তদন্ত শুরু করুক।’’
শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান আরও বলেন, ‘‘এ ধরনের বিস্ফোরক মন্তব্যের প্রভাব অনেকের উপরেই পড়ে। যোগ্য জয়ী দলের সদস্যদের উপরে তো বটেই, সঙ্গে সাপোর্ট স্টাফ, নির্বাচক, এমনকি ভক্তদেরও বিশ্বাস ভাঙতে পারে।’’