You have reached your daily news limit

Please log in to continue


ইনস্যুরেন্স কভারেজসহ লংকাবাংলার নতুন ডিপোজিট স্কিম ‌‘স্বস্তি’ এবং ‘প্রতিভা’

২০২০ লংকাবাংলা ফাইনান্স বাংলাদেশে নিয়ে এলো জীবন বিমা সুবিধাসহ নতুন দুটি ডিপোজিট স্কিম ‘স্বস্তি’ ও ‘প্রতিভা’। এতে গ্রাহকগণ বিনা খরচে জীবন বিমা সুবিধাসহ অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন। বিশেষায়িত এই দুটি স্কিমের অনন্য বৈশিষ্ট্য গুলোর মধ্যে অন্যতম হলো যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেয়াদপূর্তির সমুদয় টাকা প্রাপ্তির পূর্ণ নিশ্চয়তা এবং গ্রাহকের সঞ্চয় অভ্যাস গড়ে তোলা। গ্রাহকদের পক্ষে ইনস্যুরেন্স প্রিমিয়াম প্রদান করবে লংকাবাংলা। ‘স্বস্তি’ – মানি বিল্ডার (ডিপিএস) এমন একটি অনন্য সঞ্চয় প্রকল্প যার মাধ্যমে গ্রাহক একই সাথে দুটো সুবিধা পাবেন। বাংলাদেশি নাগরিকগণ (রেসিডেন্ট/নন-রেসিডেন্ট) যাদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে সবাই এই স্কিম গ্রহণ করতে পারবেন এবং এই স্কিমের অন্তর্ভুক্ত সকল ধরনের সুবিধা উপভোগ করবেন। ‘প্রতিভা’ মানি বিল্ডার (ডিপিএস) নতুন প্রজন্মের জন্য সূচনা করবে নতুন দিগন্ত। শুধুমাত্র আপনার সন্তানদের (বয়স ১৮ এর নীচে) জন্য সুরক্ষিত ভবিষ্যত এই স্কিমের অনন্য বৈশিষ্ট্য। অভিভাবকের যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সন্তান পাবে প্রতিভা ডিপোজিট স্কিম এর মেয়াদপূর্তির সমুদয় টাকা প্রাপ্তির পূর্ণ নিশ্চয়তা। এ প্রসঙ্গে লংকাবাংলা ফাইনান্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ রিটেইল বিজনেস খোরশেদ আলম বলেন, গ্রাহকদের ভবিষ্যতের কথা চিন্তা করে লংকাবাংলা নিয়ে এলো জীবন বিমা সুবিধাসহ ‘স্বস্তি ও প্রতিভা নামে নতুন দুটি ডিপোজিট স্কিম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন