পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপকে চীন ও জাপান নিজেদের মনে করে৷ জাপানিরা এই দ্বীপগুলোকে সেনকাকু বলে ডাকে৷ আর চীনাদের কাছে এগুলো পরিচিত তিয়াওইউ নামে৷