বিশ্বকাপ না হলে আইপিএলে খেলবেন ওয়ার্নার

এনটিভি প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৭:১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে কি না, তা অনিশ্চিত। শেষ পর্যন্ত বিশ্বকাপ না হলে, অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিল)। একই সময় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুম। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিজেদের ঘরোয়া লিগের চেয়ে আইপিএলকেই বেশি প্রধান্য দিচ্ছেন। অসি তারকা ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, বিশ্বকাপ না হলে তিনি আইপিএল খেলতে চান। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে যদি বিশ্বকাপ অনুষ্ঠিত না হয়, আমি নিশ্চিত যে, আইপিএল অনুষ্ঠিত হবে এবং আমরা এই টুর্নামেন্ট খেলতে পারব।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে যদি বিশ্বকাপ অনুষ্ঠিত না হয়, আমি নিশ্চিত  যে, আইপিএল অনুষ্ঠিত হবে এবং আমরা এই টুর্নামেন্ট খেলতে  পারব। যদি ক্রিকেট অস্ট্রেলিয়া অনুমতি দেয় সেখানে যাওয়ার, তাহলে অবশ্যই আমরা ভারতে আসতে চাই এবং আইপিএল খেলতে চাই।

কারণ, ভারতে খেলাটাকে আমি খুব পছন্দ করি।’ আইপিএলে খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তার বিষয়টি নিয়েও বিসিসিআইয়ের উপর আস্থা রাখছেন ওয়ার্নার, ‘দিন শেষে আমরা খেলায় ফিরতে চাই। আমি নিশ্চিত ভারত সরকার ও বিসিসিআই খেলোয়াড়দের নিরাপত্তা, ভেন্যুতে কর্মরত কর্মী, যে বা যারাই জড়িত সবাইকে সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’ 

এর আগে আরেক অসি তারকা স্টিভেন স্মিথও বিশ্বকাপ পেছালে সেই সময়ে আইপিএল খেলার ইচ্ছের কথা জানান। এ ব্যাপারে স্মিথ বলেন, ‘দেশের হয়ে যখন বিশ্বকাপ খেলা হয়, আমার মনে হয় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেটিই সর্বোচ্চ জায়গা। অবশ্যই আমি টুর্নামেন্টটি খেলতে চাই। কিন্তু বিশ্বকাপ যদি না হয়, পিছিয়ে দেওয়া হয় এবং যদি আইপিএল হয়, তাহলে সেটাই হোক। ঘরোয়া টুর্নামেন্ট হিসেবে আইপিএল অসাধারণ।' অসি তারকা আরো বলেন করেন, ‘আমার ধারণা, শিগগিরই বিশ্বকাপ নিয়ে আরো কিছু জানা যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us