সম্প্রতি পাকিস্তানের বধির ক্রিকেটার মোহাম্মদ ইরফান মারা গেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খবরটি জানায়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে দেশটির তারকা ক্রিকেটার মোহাম্মদ ইরফান মারা গেছেন। এমন পরিস্থিতিতে নিজের মৃত্যুর খবর উড়িয়ে দিয়ে ইরফান জানালেন, বেঁচে আছেন তিনি।
গত শনিবার পাকস্থলীর সংক্রমণে মারা যান পাকিস্তানের বধির দলের ক্রিকেটার। খবর ছড়ায় দুর্ঘটনায় মারা গেছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা দীর্ঘদেহী পেসার ইরফান। এতে পারিবারিকভাবে দুর্ভোগ পোহাতে হয় ইরফানকে। তাই বাধ্য হয়েই নিজের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে টুইট করেছেন এই ক্রিকেটার।
এক টুইট বার্তায় ইরফান লিখেছেন, ‘সড়ক দুর্ঘটনায় আমার মারা যাওয়ার ভিত্তিহীন খবর ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু আউটলেট। এতে আমার পরিবার ও বন্ধুদের বর্ণনাতীত দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমার কাছেও অসংখ্য ফোন আসছে। দয়া করে আপনারা এসব বন্ধ করুন। কোনো দুর্ঘটনা ঘটেনি আমার এবং আমরা ভালো আছি।’