করোনা আতঙ্কে মার্কিন কোম্পানির মুরগির মাংস নিষিদ্ধ চীনে
প্রকাশিত: ২২ জুন ২০২০, ০৮:৩০
প্রায় দুই মাস পর নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে চীনের রাজধানী বেইজিংয়ে। বেইজিংয়ে নতুন করে সংক্রমণের পর ২২০ জনেরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে কর্তৃপক্ষ শহরের ২০ লাখ বাসিন্দাকে টেস্ট করিয়েছে।
এদিকে, নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে একটি মার্কিন প্রতিষ্ঠান থেকে মুরগির মাংস আমদানি নিষিদ্ধ করা হয়েছে বেইজিং শহরে। টাইসন ফুডস নামে মার্কিন কোম্পানিটির হিমায়িত মুরগির মাংস চীনে আমদানি করা হতো। কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের একটি উৎপাদন কারখানায় কভিড-১৯ সংক্রমণ দেখা দেবার পর আমদানি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এ কোম্পানির যেসব পণ্য চীনে ইতিমধ্যেই পৌঁছে গেছে তা বাজেয়াপ্ত করা হবে বলেও চীনা কর্তৃপক্ষ জানিয়েছে। ধারণা করা হচ্ছে, বেইজিংয়ের একটি পাইকারি বাজার থেকে নতুন করে এই সংক্রমণ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে বেইজিংয়ের অনেক এলাকায়।