মহানগরী বিএনপির কাঠামো পরিবর্তনের প্রস্তাব ইশরাকের

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২১ জুন ২০২০, ২২:১১

মহানগরী বিএনপির কাঠামো পরিবর্তনের একটি প্রস্তাব দিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) নির্বাচিত মেয়র একজনই থাকা উচিত।

গত নির্বাচনে বিএনপির এই মেয়র প্রার্থী সম্প্রতি প্রস্তাবটি দলের হাইকমান্ডের কাছে দিয়েছেন বলে জানা গেছে। বিশেষ বার্তা বাহকের মাধ্যম ছাড়াও ই-মেইলের মাধ্যমে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ওই প্রস্তাব পাঠিয়েছেন ইশরাক।

জানতে চাইলে এমন প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করে ইশরাক হোসেন জানান, মহানগরী বিএনপির কাঠামো নিয়ে আমার ভাবনা মেয়র হওয়া বা পদ পাওয়ার আকাঙ্ক্ষা থেকে নয়। গত মেয়র নির্বাচনে অংশ নেওয়ার পর যে অভিজ্ঞতা তাতে মনে হয়েছে, এ ধরনের কাঠামো থাকলে সংগঠনকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া যাবে।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। ফলে আন্দোলন ও নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় যেতে হবে। তাই তৃণমূলের সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আমি কাজ করছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us