অনেকবার কাস্টিং কাউচের শিকার হয়েছি: বারিশ হক

আরটিভি প্রকাশিত: ২১ জুন ২০২০, ১৩:১১

তরুণ প্রজন্মের নৃত্যশিল্পী, মডেল ও উপস্থাপিকা বারিশ হক। জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে নিজেকে মেলে ধরছেন শোবিজে। পরিচিতিও পেয়েছেন বেশ। প্রতিনিয়ত নিজেকে তৈরি করছেন নতুন রুপে। ব্যস্ততার মধ্যেও মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। করোনার এই সংকটময় সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দুয়ারে। সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে আরটিভি অনলাইনের সঙ্গে।

কেমন আছেন, এই সময়টা কীভাবে পার করছেন?
পরিবারকে সময় দিচ্ছি। নিজেকেও সময় দিচ্ছি, আত্মউন্নয়নের চেষ্টায় আছি।

মিডিয়ায় আপনার কাজের শুরুটা সম্পর্কে বলুন।
২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বির্তকে অংশ নিই। এরপর ২০১০ সালে বুলবুল ললিতকলা একাডেমীতে নাচ শুরু করি।

র‍্যাম্প নাকি অভিনয় কোনটিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
কোনটাই নয় কারণ এই দুই সেক্টরে আমি নিয়মিত নই আর গ্রুমিং করিনি। তবে (Ramp Walk Fashion industry) র‍্যাম্পে ওয়াক ফ্যাশন ইন্ডাস্ট্রি অন্যরকম এক জায়গা। Tressemme Bangladesh Fashion Week এ কাজ করা ছিল আমার সবচেয়ে চমৎকার অভিজ্ঞতা। আমি শিখতে চাই অভিনয় করতে চাই কারণ এটি দীর্ঘমেয়াদী পথচলার শিল্প।

নৃত্যশিল্পী হিসেবে কাজটাকে কতটা উপভোগ করেন?
এটাই আমার প্রথম পরিচয় এবং এত অল্প সময়ে সবাই আমাকে এখান থেকেই সানন্দে গ্রহণ করেছে।

নাচ শেখার শুরু ও উল্লেখযোগ্য ওস্তাদের স্মৃতিচারণ
আমি পরিবারকে না জানিয়ে কলেজ ড্রেসে প্রাইভেট পড়ার নাম দিয়ে নাচের ক্লাস করতাম। রিক্সা এবং টিফিনের টাকা বাঁচিয়ে বেতন দিতাম বাফাতে।

উপস্থাপনায় পথ চলা কতদিন হলো-
উপস্থাপনা করছি এক বছর হলো। অনেক ভালো সাড়া পেয়েছি। খুব দ্রুত বেশ ভালো প্রতিষ্ঠান এবং টিভি চ্যানেলের সাথে কাজ করেছি। ইচ্ছে আছে নিজের আরও শক্ত অবস্থান তৈরি করার।

বর্তমানে কোন কোন ধরণের কাজে যুক্ত?
ঘর থেকে ভারচুয়াল লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করছি। অতিথি হয়েও কথা বলছি শুভাকাঙ্ক্ষীদের সাথে।

নাটকে খুব বেশি দেখতে না পাওয়ার কারণ কী?
নাটকে নতুন মুখকে প্রাধান্য কম দেয়া হয়, তাই অতিথি চরিত্রে কাজের জন্য দীর্ঘ সময় শিডিউল দেয়া আমার জন্য কষ্টকর হয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us