ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ফ্রান্স, ইরানের উদ্বেগ

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২১ জুন ২০২০, ১১:২২

সামারিক শক্তিতে আরও ভয়ঙ্কর হচ্ছে ফ্রান্স। সম্প্রতি পরমাণু শক্তিচালিত একটি সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। তবে ফ্রান্সের এই পরীক্ষার নিন্দা জানিয়েছে ইরান।

ইরান বলেছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী দেশ ফ্রান্স ওই চুক্তিতে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে সেগুলো লঙ্ঘন করা হয়েছে।

ফ্রান্স সরকার সম্প্রতি পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন প্রজন্মের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ওই পরীক্ষার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, এ পরীক্ষার মাধ্যমে এনপিটি’র ৬ নম্বর ধারা লঙ্ঘনের পাশাপাশি বিশ্বকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত করার যে প্রতিশ্রুতি প্যারিস দিয়েছিলও তাও লঙ্ঘন করেছে।\
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us