ঠাণ্ডা বা ফ্লু থেকে নিস্তার মিলবে এক কোয়া রসুনেই!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২১ জুন ২০২০, ১১:০৫

রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি রসুনে রয়েছে হাজারো স্বাস্থ্য উপকারিতা। কিছু রান্না রয়েছে যেগেুলোতে রসুন না দিলেই নয়! সেই প্রাচীনকাল তবে অনেকেই আমরা জানি না, রসুনের গুণাগুণ সম্পর্কে।  রসুনে রয়েছে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি৬, সেলেনিয়াম, ফাইবার। এছাড়াও সামান্য প্রোটিন ও কার্বোহাইড্রেটও রয়েছে রসুনে। দরকারি সব পুষ্টির আঁধার রয়েছে ছোট্ট এক কোয়া রসুনে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে অনেক রোগ সারতে পারে।

পুষ্টিবিদের মতে, খালি পেটে রসুন খাওয়া সত্যিই অনেক উপকারী। অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রসুন শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করে। এবার তবে জেনে নিন রসুন আসলেই শরীরের কোন উপকারগুলো করে থাকে-

শরীরের রক্ত থেকে বিষাক্ত উপাদান বের করে দেয় রসুন। রক্তে উপস্থিত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও কাজ করে রসুন।

সকালে খালি পেটে রসুনের কোয়া খেলে সারা রাত ধরে চলা বিপাকক্রিয়ার কাজ উন্নত হয়। এছাড়া শরীরের দূষিত টক্সিনও মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে পারে।

টানা দুই সপ্তাহ সকালে রসুন খেলে ঠাণ্ডা লাগার প্রবণতা অনেকটা কমে। এই বর্ষাকালে যারা ঠাণ্ডার সমস্যায় ভুগছেন তারা এই উপায়ে সর্দি-কাশি থেকে মুক্তি পেতে পারেন।

এক সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন দুই দশমিক ৫৫ গ্রাম রসুনের নির্যাস গ্রহণের মাধ্যমে ঠাণ্ডা বা ফ্লু থেকে নিস্তার মেলে। মোট কথা, নিয়মিত রসুন খেলে প্রাপ্ত বয়স্কদের ঠাণ্ডা বা ফ্লুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্তত ৬১ শতাংশ পর্যন্ত কমায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us