বোল্টনের বই প্রকাশ বন্ধের চেষ্টায় ব্যর্থ ট্রাম্প

ঢাকা টাইমস প্রকাশিত: ২১ জুন ২০২০, ০৯:০৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের লেখা একটি বই-এর প্রকাশ আটকের দেওয়ার জন্য যে অনুরোধ করেছিলেন বিচারক তা প্রত্যাখ্যান করেছেন। আমেরিকার বিচার বিভাগের যুক্তি ছিল বইটিতে যেসব বিষয় রয়েছে তা ছাপানোর আগে যথাযথভাবে যাচাই করে দেখা হয়নি।

ওয়াশংটন ডিসিতে আমেরিকার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক রয়েস ল্যামবার্থ বলেছেন, বোল্টন আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে একটা জুয়া খেলেছেন এবং দেশকে ক্ষতির মুখে ফেলেছেন। কিন্তু তিনি তার রায়ে বলেছেন, প্রকাশনাটিতে নিরাপত্তাজনিত যেসব উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইঞ্জাংশনই যে তার যথাযথ প্রতিকার যুক্তরাষ্ট্রের সরকার তা প্রতিষ্ঠা করতে পারেনি।

বোল্টনের বই - দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড (যে ঘরে এসব ঘটেছে) বাজারে বেরোচ্ছে ২৩শে জুন। এই বইয়ে বোল্টন ডোনাল্ড ট্রাম্পকে এমন একজন প্রেসিডেন্ট হিসাবে তুলে ধরেছেন, যার সব সিদ্ধান্তের পেছনে উদ্দেশ্য একটাই- প্রেসিডেন্ট নির্বাচনে আবার জয়লাভ।

এই বইয়ে বোল্টন যেসব দাবি করেছেন তার বেশিরভাগেরই ভিত্তি ব্যক্তিগত কথাবার্তা, ফলে সেগুলো যাচাই করা অসম্ভব। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই বোল্টনের এসব দাবি নস্যাৎ করার চেষ্টা করেছে। ট্রাম্প বলেছেন এই বই 'মিথ্যা কাহিনি এবং আষাঢ়ে গল্পে ভরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us