করোনাভাইরাস পরীক্ষার জন্য ১০ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর ১৬ জুন করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। বিষয়টি জানিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে তাকে আইসোলেশনে থাকতে বলা হয়। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ওই সিএনজিচালক আইসোলেশনে না থেকে সেদিন থেকেই সিএনজি চালিয়েছেন।
জানা গেছে, গতকাল শুক্রবার (১৯ জুন) পর্যন্ত যাত্রী পরিবহন করেছেন। এরই মধ্যে বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দিয়েছেন। জানা গেছে, সেলুনে গিয়ে চুল-দাড়িও কেটেছেন তিনি। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের মাধ্যমে অভিযোগ পেয়ে ওই ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করেছি। সেই সঙ্গে তার বাড়ি, সেলুন ও চায়ের দোকান লকডাউন করেছি। আক্রান্ত ব্যক্তির বয়স ৫০ বছর। ঘরে প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে রয়েছে তার।