পর্তুগাল : পর্যটনের সবচেয়ে নিরাপদ দেশ

নয়া দিগন্ত প্রকাশিত: ২০ জুন ২০২০, ১৯:৫৮

এই মুহূর্তে পর্যটনের জন্য ইউরোপের সবচেয়ে নিরাপদ দেশ হচ্ছে পর্তুগাল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএনের সাথে এক সাক্ষাতকারে পর্তুগালের প্রধানমন্ত্রী এন্তুনিয়ো কোস্টা এ দাবি করেছেন। তিনি আরো বলেন, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পর্তুগালে কোভিড-১৯ সংক্রমণ ও মৃতের হার অনেক কম। তাছাড়া করোনা ভাইরাসের পরীক্ষা সক্ষমতাতেও অন্যান্য দেশের তুলনায় বেশ এগিয়ে।

তিন মিনিটের সংক্ষিপ্ত সাক্ষাত্কারে আন্তোনিও কস্তা আরো জানান যে পর্তুগালে স্বাস্থ্যমন্ত্রী ও আতিথেয়তা শিল্পের প্রতিনিধিদের মধ্যে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে, যাতে পর্তুগালে আসা পর্যটকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা দেয়া যেতে পারে।সাক্ষাৎকারের মধ্যেই সিএনএনের রিপোর্টার ফ্রেড প্লাইটেন উল্লেখ করেন যে পর্তুগাল হচ্ছে পর্যটন নির্ভর দেশ। কিন্তু কোভিড ১৯-এর কারণে দেশের পর্যটন নির্ভর অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে।

তবে প্রধানমন্ত্রী লিজবন ইয়ারপোর্টের আগত যাত্রীদের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্হা উল্লেখ করে তিনি বলেন, ইয়ারপোর্টে যাত্রীদের স্বাস্হ্য সুরক্ষায় পর্যাপ্ত ক্লিন ও সেইফটি মেজারমেন্ট স্হাপন করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us