টাকা বাঁচাতে গিয়ে বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়ার ক্রিকেট!

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৮:২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া এখন মহাসংকটে। করোনার প্রাদুর্ভাবে বিপুল অংকের আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এবার খরচ কমাতে ব্যাটিং কোচ গ্রায়েম হিকসহ ৪০ জন কর্মীকে ছাঁটাই করেছে সিএ। এর আগে বোর্ডের ৮০ ভাগ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ভারতের বিপক্ষে হোম সিরিজ বাতিল হলে তাদের বিপর্যয় আরও বাড়বে। এই কঠিন সময় সবাই ঐক্যবদ্ধভাবে সমস্যা মোকাবেলার আহ্বান জানালেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।

টাকা বাঁচানোর জন্য অস্ট্রেলিয়া 'এ' দলের আন্তর্জাতিক সফরগুলো স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। যা করলে প্রতি বছর ৪০ মিলিয়ন ডলারের মতো খরচ বাঁচাতে পারবে সিএ। ল্যাঙ্গার বলেন, 'সবাই একই পথে চলতে পারলে জোরালভাবে এগোনো যাবে। আমরা মিরাকল সৃষ্টি করতে পারব। কিন্তু যদি বিভক্ত হয়ে যায়, তবে একই দিকে চলতে পারব না। এটা সর্বনাশা ব্যাপার হবে। আমি খুবই আশাবাদি, সবাই একসঙ্গে চলতে পারব।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us