রোববার খুলে দেয়া হচ্ছে মক্কার ১৫শ’ মসজিদ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৮:০৩

ফের খুলে দেয়া হচ্ছে মক্কার মসজিদগুলো। আগামী রোববার মক্কায় ১৫৬০টি মসজিদে ফজরের নামাজে মুসল্লিরা অংশ নেবেন। শারীরিক দূরত্ব বজায় রেখে ও ব্যক্তিগত জায়নামাজ বহনসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি অনুসরণ করে মক্কা গ্রান্ড মসজিদে মুসল্লিদের আসতে বলা হয়েছে। অন্যান্য মসজিদেও একই বিধি কঠিনভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কোভিড সংক্রমণের কারণে গত তিনমাস এসব মসজিদ বন্ধ করে দেয়া হয়।-গালফ নিউজ

গত মাসে মক্কা ছাড়া সৌদি আরবের অন্যান্য শহরে মসজিদ খুলে দেয়া হয়। কোভিড পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মসজিদে নামাজিদের আসতে বলা হয়।

সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এসব মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কি না কঠিনভাবে তদারকি করবে। বিভিন্ন সংস্থাকে মসজিদ বন্ধের সময় তা পরিষ্কার ও বিশুদ্ধকরণ করার দায়িত্ব দেয়া হয়।

মসজিদগুলোর খাদেমদের মুসল্লিরা শারীরিক দূরত্ব বজায় রাখছেন কি না তা দেখতে বলা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us