লুঙ্গি নিয়ে কত হাস্যরস, জেনে নিন এ পোশাকের ১০ মজার তথ্য

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৭:১৬

ঘরে পুরুষের স্বস্তির পোশাক বলতেই মুখ ফসকে সবাই বলবে লুঙ্গি। ঘর ছাড়িয়ে বাইরেও সমান জনপ্রিয়তা রয়েছে লুঙ্গির। শুধু জনপ্রিয়তা বললে ভুল হবে। খুব জনপ্রিয় পোশাকের তালিকায় রয়েছে লুঙ্গি। দক্ষিণ এশিয়া অঞ্চলে লুঙ্গিকে চোখ বুজে সবাই চেনে। কারণ দক্ষিণ এশিয়ায় পোশাকটি বেশ জনপ্রিয়। এতে রয়েছে নানা লুক ও পরার বিচিত্র স্টাইল। তবুও পোশাক নিয়ে অনেক হাস্যরস রয়েছে। কারণ মেয়েরাও লুঙ্গি পরতে পছন্দ করে। জেনে নিন লুঙ্গি নিয়ে ১০ টি মজার তথ্য।

১. শুধু বাংলাদেশ বা ভারতের সীমানায় নয়, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, জর্ডান, সোমালিয়া বা কেনিয়ার মতো দেশেও জনপ্রিয় পোশাক লুঙ্গি।

২. ভারতীয় উপমহাদেশে মুসলমান ব্যবসায়ীদের আগমনের সঙ্গে লুঙ্গির যোগসূত্র রয়েছে বলে ধারণা করেন অনেক গবেষক। তাই ইন্দোনেশিয়াতে সব থেকে জনপ্রিয় চেক লুঙ্গির বিশেষত্ব বেশি দেখা যায়।

৩. তামিল বা ভারতের দক্ষিণী সিনেমার অভিনয়ে লুঙ্গির ব্যবহার চোখে পড়ার মতো। সিনেমার নায়ক কিংবা ভিলেন সবাই লুঙ্গি পরেন। লুঙ্গির মাধ্যমেই স্টাইল করেন।

৪. লুঙ্গিকে নানা দেশে নানা উপমা দেয়া হয়। কোনো দেশে সারং, কোথাও আবার মুন্ডা বা কাইলি বলে ডাকা হয়। কোনো কোনো দেশ লুঙ্গিকে লোঙ্গাই নামেও ডাকে।

৫. কোনো দেশের মানুষ লুঙ্গি পরেন গিঁট বা গিট্টুর সহায়তায়। আবার কোনো কোনো দেশে লুঙ্গির সঙ্গেও বেল্ট পরতে দেখা যায়। আবার লুঙ্গির ভেতরে উপরের জামা বা অন্য পোশাক গুঁজে (ইন করে) পরেন অনেকে।

৬. পাঞ্জাবি, শার্ট বা টি-শার্টের সঙ্গে লুঙ্গি পরিধানের প্রথা সবচেয়ে বেশি। অনেক সময় লুঙ্গিতে পকেটও রাখা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us