স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির বক্তব্যে তোলপাড়

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৬:৪৯

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। ফাইল ছবি দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ১০৩ দিনের মাথায় বৃহস্পতিবার (১৮ জুন) শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে হাজির হয়ে মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, নতুন করোনাভাইরাস থেকে বাংলাদেশের অচিরেই মুক্তি ঘটছে না।

বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে করোনা পরিস্থিতি এক, দুই বা তিন মাসে শেষ হচ্ছে না। এটি দুই থেকে তিন বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। যদিও সংক্রমণের মাত্রা উচ্চহারে নাও থাকতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তার বক্তব্যকে ‘অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন’ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। করছেন সমালোচনাও। কেউ কেউ বলছেন, তবে কি আগামী দুই-তিন বছর দেশকে লকডাউনে রাখা হবে? সম্পর্কিত খবর করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদেরকরোনা দুই থেকে তিন বছর থাকবে: স্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী অনেকে আবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উক্তি নিয়ে রম্যমন্তব্যও করছেন। তুলনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us