থামছেই না নেপাল! বিতর্কের মাঝেই বর্ডার পোস্ট পরিদর্শনে সেনাপ্রধান
প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৫:৩৫
একদিকে চীন, অন্যদিকে নেপাল। ভারত যেন দ্বিমুখী চাপে পড়েছে। এরই মধ্যে নেপালের পার্লামেন্ট পাস হয়ে গেছে সরকারি মানচিত্র, যার মধ্যে রয়েছে ভারতের তিনটি জায়গা। এই অবস্থায় সীমান্তের কাছে নেপাল সেনা বাড়াচ্ছে। মানচিত্র বিতর্কের মধ্যে সীমান্তে কালাপানি এলাকার কাছে দারচুলা বর্ডার পোস্ট পরিদর্শনেও যান নেপালের সেনাপ্রধান পূর্ণ চন্দ্র থাপা।
কালাপানি, লিপুলেখ ও লিপিয়াধুরা নামে তিনটি জায়গা যা ভারতের অংশ, তা নিজেদের মানচিত্রে রেখেছে নেপাল। ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা তৈরি হওয়ার পর এই প্রথম ওই এলাকা পরিদর্শনে গেলেন নেপালের সেনাপ্রধান। তার সঙ্গে ছিলেন নেপালের আর্মড পুলিশ ফোর্সের ইন্সপেকটর জেনারেল শৈলেন্দ্র খানাল। দারচুলায় একটি নতুন পুলিশ হেডকোয়ার্টারের উদ্বোধন করেন তিনি। পাপাশি দারচুলা-তিনকার রোডও পরিদর্শন করেন তিনি।