ইসলামি স্কলার জাকির নায়েককে মালয়েশিয়ার কাছে ফেরত চেয়েছে ভারত। তার বিরুদ্ধে সবশেষ অভিযোগ হলো, ফেব্রুয়ারির রায়টে ইন্ধনদাতা এক ব্যক্তির সঙ্গে তিনি দেখা করেছেন৷
ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট বুধবার প্রকাশিত প্রতিবেদনে পুলিশের একটি আবেদনের ভিত্তিতে বলেছে, খালিদ সাইফি নামের একজনের সঙ্গে গত ফেব্রুয়ারিতে দিল্লি রায়টের বাইরে সাক্ষাৎ করেছিলেন৷ সাইফি তার এজেন্ডা ছড়িয়ে দিতে নায়েকের সহযোগিতা চেয়েছিলেন৷ ১৫ জুন এই আবেদন দাখিল করে পুলিশ৷
এর আগে গত ১৪ মে ভারত নায়েককে মালয়শিয়ার কাছ থেকে ফেরত চায়৷ রক্ষণশীল এই ভারতীয় ইসলাম প্রচারক তিন বছরেরও বেশি সময় ধরে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে নির্বাসিত আছেন৷ সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে৷