ট্রাম্প পুরোপুরি ব্যর্থ: হিলারি ক্লিনটন

সময় টিভি প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১০:৫৮

যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক লাখ তরুণ অভিবাসীকে দেশ থেকে বিতাড়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা আটকে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত ট্রাম্পের সিদ্ধান্তকে 'বিধিবহির্ভূত' ও 'খামখেয়ালি' বলে আখ্যা দিয়েছেন। যদিও ট্রাম্প নতুন করে ফের কর্মসূচিটি বাতিলের চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন।

এদিকে করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। বৃহস্পতিবারও দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২৮ হাজার। মারা গেছেন সাড়ে ৭শ'। 

বিভিন্ন অঙ্গরাজ্যে বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যেই, এবার আনন্দ সমাবেশ উদযাপন করলেন অভিবাসীরা। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট ওবামা আমলে গৃহীত 'ডেফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস-ডাকা বা ডি.এ.সি.এ.' বাতিল করার বিরুদ্ধে রুল জারি করেছেন। এর ফলে বৈধ কাগজ-পত্রহীন কয়েক লাখ অভিবাসী সন্তানের যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের অনুমতি বহাল থাকছে। যদিও এটি বাতিল না হওয়া পর্যন্ত লেগে থাকার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বৈতরণি পার হতে ট্রাম্প চীনের দ্বারস্থ হয়েছেন, এ তথ্য ফাঁস হওয়ার পর বিভিন্ন মহলে চলছে সমালোচনা। এর মধ্যেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা না কমাতে পারায়, ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। যদিও ট্রাম্প বলেছেন, অর্থনীতিকে চাঙ্গা করার মাধ্যমে সংকট সমাধান করতে চান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সবার সহযোগিতায় আমরা আলোচনা করে অর্থনীতি চাঙ্গা করতে সবকিছু খুলে দেব। যদিও বিষয়টি কষ্টসাধ্য ব্যাপার। নিরাপদভাবেই পুনরায় খুলে দেওয়া হবে।  এদিকে আটলান্টায় পুলিশের গুলিতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ ব্রুকসের মৃত্যু বর্ণবিদ্বেষের কারণে নয়, বলে মন্তব্য করেছেন স্থানীয় পুলিশ প্রধান। এ অবস্থায় এখনও ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ জারি আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us