বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে গ্রন্থী’র কথোপকথন শনিবার

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুন ২০২০, ২০:৩৮

ব্রিটেনে দক্ষিণ-এশীয় সাহিত্য, দর্শন ও সমাজতত্ত্বের অন্যতম প্ল্যাটফর্ম গ্রন্থী। সংগঠনটির সৃজনশীল ব্যক্তিদের নিয়ে নিয়মিত আয়োজন করে ফেসবুক লাইভ। এবারের আয়োজনে সম্প্রচারিত হবে উপমহাদেশের অন্যতম প্রধান চলচ্চিত্রকার ও কবি বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে একান্ত কথোপকথন। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ৯টায় (ব্রিটেনের সময় বিকেল ৪টা) ব্রিটেনে ভারতীয় মার্গীয় সঙ্গীতের শীর্ষ সংগঠন সৌধ ও বাংলা লোকসঙ্গীতের সংগঠন রাধারমণ সোসাইটির নেপথ্য সহযোগিতায় অনুষ্ঠিত হবে এ লাইভ সিরিজ।

ইতিমধ্যেই এতে অংশ নিয়েছেন বিশ্বের নানা দেশ ও নানা ভাষার স্বনামধন্য কবি, চলচ্চত্রিকার, গদ্যকার, দার্শনিক এবং সাহিত্যতাত্ত্বিক।  কবি টিএম আহমেদ কায়সার ও গ্রন্থী সম্পাদক কবি শামীম শাহানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ লাইভ সিরিজে ইতোমধ্যেই অংশ নিয়েছেন কবি লোরা পট, বেকি চেরিম্যান, উরুগুয়ের কবি রবার্তো এচাভেরেন, কবি গ্যাবি সাম্বিসিটি, কবি ডেভিড লি মর্গান, চলচ্চিত্রকার ও কবি ভেরা গ্রাজিয়াদেই, চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল, লাতিন আমেরিকান কবি জেরাল্ডাইন জোনস, কিউবার কবি স্নেজহিনা গুলুবভা, কবি জওহর সেন মজুমদার, কবি বনানী বক্রবর্তী, সাহিত্য তাত্ত্বিক কবি তপোধীর ভট্টাচার্য, কবি সৌমনা দাশগুপ্ত, কবি মোস্তাক আহমাদ দীন, কবি সুদেষ্ণা মৈত্র, কথা সাহিত্যিক স্বপ্নময় ভট্টাচার্য এবং অমর মিত্র। আগামী সোমবার (২২ জুন) সন্ধ্যায় বাংলাদেশ সময় রাত ১১টায় (ইউকে সময় সন্ধ্যা ছয়টা) সিরিজের অংশ হিসেবে গ্রন্থীর ফেসবুক লাইভে সম্প্রচারিত হবে প্রখ্যাত কবি মাইলস স্লেটার, কবি ক্লেয়ার পটার এবং গল্পকার শ্রী গাঙুলির স্বরচিত কবিতা ও গদ্য পাঠ এবং অন্তরঙ্গ কথোপকথন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us