আব্দুল হাদী-আসিফের ‘বাবা ছেলের টান’

চ্যানেল আই প্রকাশিত: ১৮ জুন ২০২০, ১৫:১৬

সংগীত জগতে কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে আত্মিক সম্পর্ক জনপ্রিয় আরেক শিল্পী আসিফ আকবরের। তবে প্রথমবারের মতো দুজন কণ্ঠ দিলেন এক গানে!শিরোনাম ‘বাবা ছেলের টান’। গানে গানে তারা বলবেন বাবা ও ছেলের মধ্যকার সম্পর্ক, প্রেম-ভালোবাসা, আবেগ আর দায়িত্ববোধের কথা। যেখানে বাবার কথাগুলো গেয়েছেন সৈয়দ আবদুল হাদী, আর ছেলের কথাগুলো আসিফ আকবরের কণ্ঠে।

বাবা দিবস উপলক্ষে গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) ।সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কিশোর দাশ। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও কিশোর দাস।

এ প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আসিফের বলিষ্ঠ গায়কি আমাকে মুগ্ধ করে। আমাদের সময় যারা গান শুরু করি তাদের প্রধান সম্পদ ছিল নিজের কণ্ঠ। আসিফের এই সম্পদ আছে। সে তার কণ্ঠ দিয়েই সংগীতাঙ্গন মাতিয়ে রেখেছে। তার গান শুনতে আমারও ভালো লাগে। আসিফ আমাকে বড় ভাই বলেই সম্বোধন করে, শ্রদ্ধা করে। দুই ভাই মিলে কণ্ঠ দিলাম একটি ভিন্ন ধারার গানে। আশা করি আমাদের, শ্রোতারা সাদরেই গ্রহণ করবেন’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us