টানা বর্ষণে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর প্রায় এলাকা পানিতে ডুবে গেছে। কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানি। অনেকের বসতঘরে পানি উঠেছে। ঘরের আসবাবপত্র তলিয়ে আছে পানির নিচে। বিশেষ করে ডিএনডি এলাকার ঘরে ঘরে বৃষ্টির পানি ঢুকেছে। ফলে মানুষ পড়েছে নিদারুণ কষ্টে।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত একটানা বর্ষণের কারণে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যায়। এছাড়া অলিগলিতে হাঁটু সমান পানি।
দেওভোগ এলাকার বাসিন্দা আব্দুর রহিম দেওয়ান নয়া দিগন্তকে জানান, কোনো বছরই তার বাসায় বর্ষাকালে পানি প্রবেশ করেনি। এবার একদিনের বৃষ্টিতে ঘরে পানি ঢুকেছে। আসবাবপত্র সব ডুবে গেছে। তাদের কষ্টের শেষ নেই। তিনি বলেন, ‘মাত্র বর্ষাকাল শুরু। সামনে আমাদের কি দুর্গতি আছে আল্লাহ ভালো জানেন।’
ডিএনডির ফতুল্লা দেলপাড়া টাওয়ার পাড় এলাকার বাসিন্দা আতিকুর রহমান বিদ্যুৎ মুঠোফোনে আজ বৃহস্পতিবার সকালে নয়া দিগন্তকে জানান, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে, অনেকের বাসায় পানি ঢুকেছে। পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন তারা।