৩৫ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো মাঝে মাঝে জ্বলে উঠেছেন, কিন্তু ভেলকিটা পুরো দেখাতে পারেননি। যা দেখিয়েছেন বয়সে তার চেয়ে সাত বছরের বড় জিয়ানলুইজি বুফন। বেশ কয়েকটি অসাধারণ সেভ করেছেন তেকাঠির নিচে এখনও বিস্ময় ইতালিয়ান গোলকিপার। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই মাক্সিমোভিচ ও এলমাসকে অবিশ্বাস্যভাবে গোলবঞ্চিত করেছেন। তা না হলে ফাইনালটা টাইব্রেকারেই যায় না! তবে টাইব্রেকারে জাদু আর দেখাতে পারেননি ৪২ বছর বয়সী বুফন। বুধবারের টাইব্রেকারটা ৪-২-এ জিতে ষষ্ঠবারের মতো কোপা ইতালিয়া পেলো নাপোলি।
কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাসকে পেলেই নাপোলি জিতবে-এমন একটা ধারা বুঝি তৈরি হলো। এর আগে ২০১২ সালে রোমে ২০১২ সালে ওয়াল্টার মাজ্জারির নাপোলি কাভানি ও হামসিকের গোলে ২-০ গোলে হারিয়ে জিতেছিল কোপা ইতালিয়া, আট বছর পরে আবারো জুভেন্টাসকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন। জেনারো গাত্তুসো ২০০৩ সালে মিলানকে শিরোপা জিতিয়েছিলেন খেলোয়াড় হিসেবে, এবার তিনি নাপোলির বিজয়ী কোচ।