জাতীয় দলে ফিরতে আরো চার বছর চেষ্টা করবেন আশরাফুল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৭ জুন ২০২০, ১২:৩৮

বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের হয়ে ২০১৩ সালে শেষবারের মতো মাঠে নেমেছিলেন তিনি। এরপর স্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নির্বাসিত হন এই ব্যাটসম্যান। জাতীয় দল থেকে দীর্ঘদিন দূরে থাকলেও এখনো ফেরার স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন আশরাফুল। 

সম্প্রতি ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে লাইভে এসেছিলেন মোহাম্মদ আশরাফুল। সেখানেই তিনি বলেন, ফিটনেস ঠিক থাকলে একজন ব্যাটসম্যানের পক্ষে চল্লিশ বছর বয়সেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। ফলে সহসাই জাতীয় দলের আশা ছাড়ছেন না তিনি। 

এ ব্যাপারে আশরাফুল বলেন, ‘যদি শোয়েব মালিকের কথা ধরেন, তার ডেব্যু হয়েছিল ১৯৯৯ সালে। এখনো কিন্তু খেলছে। তার সঙ্গে খেলা অনেকেই এখন কোচ-নির্বাচক হয়ে গেছে। আমি তো মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছি। যেহেতু আমি ব্যাটসম্যান কাজেই জাতীয় দলে ফিরতে আরো তিন-চার বছর অপেক্ষা করব।’

বাংলাদেশের কনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আরো বলেন, ‘ফিটনেস ঠিক থাকলে কমপক্ষে আরো চার বছর চেষ্টা করব। এখন তো চল্লিশের পরও অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us