নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আব্দুল বারী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) ভোরে সাপাহার আদাতলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারী উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের আবু বক্করের ছেলে। তিনি চোরাকারবারি দলের সদস্য বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাতে আব্দুল বারীসহ একদল চোরাকারবারি পুনর্ভবা নদীর আদাতলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা বুঝতে পেরে তাদের তাড়া করেন। অন্য চোরাকারবারিরা পালিয়ে আসতে পারলে আব্দুল বারী ধরা পড়েন। পরে তাকে নির্যাতন করে পুনর্ভবা নদীর তীরে তারকাঁটার পাশে বাংলাদেশের সীমানায় ফেলে যান বিএসএফ সদস্যরা।
বুধবার ভোরে আব্দুল বারীর মরদেহ তারকাটার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেন। ১৬ বিজিবির আদাতলা ক্যাম্পের সুবেদার আব্দুল হান্নান বলেন, একদল চোরাকারবারি ভারতে প্রবেশের জন্য পুনর্ভবা নদীর কিনারে অপেক্ষা করছিল। বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এ সময় তারা গুরুতর অবস্থায় পালিয়ে যান। তারা বিজিবির তালিকাভুক্ত চোরাকারবারি।