বিল অব এন্ট্রি দাখিলের সময় নিয়ে চেম্বার সভাপতির চিঠি
প্রকাশিত: ১৬ জুন ২০২০, ২০:০৪
অর্থ বিল ২০২০-এ বিল অব এন্ট্রি দাখিলের সময়সীমা নির্ধারণ করে আনীত সংশোধনী বলবৎ না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।মঙ্গলবার (১৬ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চিঠি দিয়ে এ আহ্বান জানান তিনি।
চেম্বার সভাপতি বলেন, অর্থ বিল-২০২০ এর তৃতীয় অধ্যায়ে দফা-১০ সংশোধন করায় বন্দরে পণ্য পৌঁছানোর ৫ কর্মদিবসের মধ্যে বিল অব এন্ট্রি দাখিল করতে হবে। যা প্রকৃতপক্ষে সম্ভব হবে না বরং আরও অনেক বেশি জটিলতার সৃষ্টি হবে। কারণ বিষয়টি সাপ্লাইয়ার্স, সাপ্লাইয়ার্স ব্যাংক, শিপিং এজেন্ট অব ল্যান্ডিং পোর্ট, এলসি অ্যাপ্লিকেন্ট ব্যাংক, কুরিয়ার সার্ভিস, শিপিং এজেন্ট অব ডেসটিনেশন পোর্টের ওপর নির্ভরশীল।
এলসিতে ডকুমেন্ট সাবমিশনের নির্ধারিত সময় দেওয়া থাকে যা সাধারণত সাপ্লাইয়ারের চাহিদা অনুযায়ী দিতে হয়।নিকটবর্তী কোনো দেশ থেকে শিপমেন্ট হলে পাঁচ/ছয় দিনের মধ্যে জাহাজ চলে আসে। কিন্তু ডকুমেন্ট আরও পরে আসে এটাই বাস্তবতা ও স্বাভাবিক প্রক্রিয়া।