সবচেয়ে পুরোনো ও বড় প্রশ্ন, যা এত দিন ধরে মানুষকে তাড়া করছে, তা হলো, এই মহাবিশ্বে আরও কেউ কি আছে বুদ্ধিমান? নাকি মানুষ একা? ভিনগ্রহের প্রাণী নিয়ে কম গল্পগাথা তৈরি হয়নি, হয়নি কম চলচ্চিত্র। নটিংহ্যাম ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এখন মনে করছেন, তাঁরা এর একটি উত্তর খুঁজে পেয়েছেন। আর সে উত্তর বলছে, আমাদের আকাশগঙ্গায় (মিল্কিওয়ে গ্যালাক্সি) কমপক্ষে ৩৬টি বুদ্ধিমান সভ্যতা বিরাজ করছে।