চীনে নতুন করে করোনার সংক্রমণ, এবার আলোচনায় স্যামন মাছ
প্রকাশিত: ১৬ জুন ২০২০, ১১:৪০
স্যামন মাছ থেকেই কি ছড়াচ্ছে চীনের বেইজিংয়ে করোনাভাইরাসেরস্যামন মাছ থেকেই কি ছড়াচ্ছে চীনের বেইজিংয়ে করোনাভাইরাসের নতুন সংক্রমণ? চীনে দ্বিতীয় দফা ভাইরাসের হানায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।
অভিযোগ উঠেছে মাছ-মাংসের বাজারের দিকেই। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, বেইজিংয়ে নতুন সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণ এখনো অজানা। স্যামন মাছের আমদানি বা প্যাকেজিং থেকেই ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে, এটাই প্রাথমিক কারণ হতে পারে না বলে মনে করছে সংস্থাটি।
চীনে গত কয়েক দিনে নতুন করে করোনার আতঙ্ক তৈরি হয়েছে। গত রোববার ৫৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছিল। গতকাল সোমবার আরো ৪৯ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। বেইজিংয়ের ১০টি স্থানে লকডাউন ঘোষণা করা হয়।
স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর ছড়ায়, বেইজিংয়ের জিনফাদি বাজার থেকেই সংক্রমণ ছড়িয়েছে। বিশেষ করে স্যামন মাছ যেখানে কাটা হয়, সেই চপিং বোর্ডে ভাইরাস পাওয়া গেছে। এমনকি করোনাভাইরাস আক্রান্তরা ওই জিনফাদি বাজারে গিয়েছিলেন বলেও দাবি করা হয়। তার পরেই বেইজিংয়ের অন্যতম বড় সুপারমার্কেট বন্ধ করে দেয় প্রশাসন। স্যামন মাছের কেনাবেচাতেও জারি হয় নিষেধাজ্ঞা। সংবাদমাধ্যম দ্য ওয়াল এ খবর জানিয়েছে।