বরিশালে ১০ কোটি টাকার নকল ওষুধ জব্দ, কারখানা সিলগালা
প্রকাশিত: ১৫ জুন ২০২০, ২২:২৯
বরিশাল নগরীর দরগাবাড়ি এলাকার ডাক্তার বাড়িতে একটি কারখানায় অভিযান চালিয়ে ১০ কোটি টাকা মূল্যের বিপুল দেশি-বিদেশী নকল ওষুধ এবং প্রসাধনী জব্দ করা হয়েছে। এসময় এর মালিক মাসুম বিল্লাহ ও তার সহযোগী নূরে আলমকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (১৫ জুন) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অভিযান চালিয়ে নকল ওষুধের কারখানা সিলগালা করা হয়।
এসিআই, গ্লোব, ক্যামিস্ট, ভারতীয় গোদরেজ, ডাবর আমলা, জেনসনসহ ৮টি কোম্পানির নকল ওষুধ দীর্ঘদিন ধরে এখানে তৈরি হচ্ছিল। এরমধ্যে করোনাকালীন সময় ব্যবহৃত স্যনিটাইজার, প্রসাধনী এবং ওষুধ রয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন। এসময় তারা আনুমানিক ১০ কেটি টাকার নকল পণ্য জব্দ করেন। কারখানার মালিক মাসুম বিল্লাহ ও তার সহযোগী নূরে আলমকে এক বছর করে কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এর সাথে সংশ্লিষ্ট বাকীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।