স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন মন্ত্রী বীর বাহাদুর
প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১৮:৫৯
করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তাকে স্বাভাবিকভাবেই শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। সোমবার বিকালে ঢাকা টাইমসকে এই তথ্য জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেন। এর আগে ৭ জুন সকালে হেলিকপ্টারযোগে বীর বাহাদুরকে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এর আগের দিন করোনা পরীক্ষায় বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা পজেটিভ আসে।
এরপর তিনি বান্দরবানে তার বাসভবনেই ছিলেন। বৈশ্বিক মহামারি করোনা দুর্যোগের শুরু থেকে মন্ত্রী বীর বাহাদুর তার নিজ এলাকার আনাচে-কানাচে ঘুরে সেবামূলক কাজ করছিলেন। সেখান থেকেই তিনি মূলত করোনায় আক্রান্ত হন। একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেন ঢাকা টাইমসকে বলেন, 'স্যার আগের চেয়ে এখন অনেক ভালো আছেন। তিনি সিএমএইচে আছেন। স্বাভাবিকভাবেই তিনি শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন।'
মন্ত্রী বর্তমানে আইসিউতে নাকি সাধারণ বেডে রয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'এখন সাধারণ রুমেই আছেন এবং পরিপূর্ণ সুস্থ আছেন।’ এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সরকারের প্রভাবশালী বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও এমপি মোহাম্মদ নাসিম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।