টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বোয়ালীহাটবাড়ি এলাকায়মানসিক প্রতিবন্ধী পঁচিশোর্ধ এক নারী ছেলে সন্তানের মা হয়েছে। তবে শিশুটির বাবার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা শিশুটির নাম রেখেছেন আব্দুল্লাহ্।
স্থানীয়রা জানান, পাগলিটাকে আগে কেউ কখনো দেখেননি। চার-পাঁচ দিন হল রোয়ালীহাটবাড়ি বাজারে ঘুরে বেড়াচ্ছেন। গর্ববতীর উপসর্গ ছিল তার মধ্যে। গত শনিবার রাত ৮ টার দিকে বোয়ালীহাটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় প্রসব ব্যথায় ছটফট করছিলেন তিনি। বিষয়টি বুঝতে পারেন ওই বাজারের নৈশ্যপহরী ষাটোর্ধ আব্দুল্লাহ্। নিঃস্বার্থভাবে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান তিনি।
আবদুল্লাহ্ বলেন, পাগলিটাকে পরিত্যাক্ত স্কুল ঘরের বারান্দায় রেখে গ্রামে দাইয়ের কাছে ছুটে যাই। শাহজাহানের স্ত্রী সাজেদাকে বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে রাজি হয়ে চলে আসেন। কিছুক্ষণ পরই তার হাতেই ফুটফুটে এক ছেলে শিশুর জন্ম হয়। দাই সাজেদা রাতভর মা ও সন্তানের পাশে থেকে সেবা দেন। পরে স্থানীয়রা আমার নামের সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখেন।