টাঙ্গাইলের মির্জাপুরে নয় মাসের শিশু করোনা আক্রান্ত হওয়ায় তার লালন-পালন নিয়ে বিপাকে পড়েছে পরিবার। পরীক্ষায় মা-বাবার রিপোর্ট নেগেটিভ আসলেও নয় মাসের ওই শিশুটির রিপোর্ট পজিভিট আসে। তবে শিশুটির শরীরে কোন উপসর্গ নেই বলে জানিয়েছে তার পরিবার। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম শিশুটিসহ ওই পরিবারের তিনজনের শরীরের করোনা আক্রান্তের কথা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ জুন উপজেলার গোড়াই নাজিরপাড়ার বাসিন্দা শিশুটির দাদার শরীরের প্রথমে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনের থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকায় গত ৭ জুন শিশুটিসহ পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
আজ সকালে নয় মাসের ওই শিশু ছাড়াও শিশুটির ১২ বছর বয়সী চাচাতো ভাই এবং চল্লিশ বছর বয়সী চাচির শরীরে করোনা শনাক্ত আক্রান্তের খবর পায় স্বাস্থ্য বিভাগ।এ ছাড়া এ দিন এই পরিবারের তিনজনসহ এ উপজেলায় ১১ জন করোনা আক্রান্ত হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।