বিপ্লবীর জন্মদিন আজ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জুন ২০২০, ১৯:৪১

ইতিহাসের মহান বিপ্লবী চে গেভারার ৯২তম জন্মদিন আজ। তিনি ১৯২৮ সালের এ দিনে আর্জেন্টিনার সান্তা ফে শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আর্নেস্তো গেভারা দে লা সের্না। তবে চে নামেই তিনি সারাবিশ্বের মানুষের কাছে পরিচিত। বিংশ শতাব্দীর সমাজতান্ত্রিক বিপ্লবীদের অন্যতম একজন চে গেভারা। শৈশব থেকেই চে’র মধ্যে সমাজের বঞ্চিত, অসহায়, দরিদ্রদের প্রতি এক ধরনের মমত্ববোধ তৈরি হতে থাকে। সমাজতান্ত্রিক রাজনৈতিক ধারার পরিবারে বেড়ে ওঠার ফলে অল্প বয়সেই তিনি রাজনীতি সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করেন।

ছাত্রাবস্তাতেই চে সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণ করেন। এসময় ওইসব লাতিন আমেরিকার মানুষের দারিদ্র্যতা ও দুঃখ-দুর্দশা তার মনে গভীর দাগ কাটে। মূলত এখান থেকেই তার মানুষের মুক্তির কল্যাণে বিপ্লবী কাজের অনুপ্রেরণা। যে বিপ্লবী আদর্শ তিনি মৃত্যুর আগ পর্যন্ত পালন করেছেন। চে গেভারা ছিলেন একজন রক্তের বিশেষজ্ঞ ডাক্তার। কিন্তু যার রক্তে ছিল বিপ্লবের নেশা, তিনি যে সমাজের আর ১০ জনের মত নির্দিষ্ট ধরাবাধা ছকে জীবন কাটাবেন না এটাই স্বাভাবিক।

তিনি ছিলেন একাধারে বিপ্লবী, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ এবং সমরবিদ।   চে ছিলেন একজন বিশিষ্ট ডায়েরি লেখক। তিনি গেরিলা যুদ্ধের উপর একটি প্রভাবশালী ম্যানুয়েল রচনা করেন। তরুণ বয়সে চে দক্ষিণ আফ্রিকায় মোটরসাইকেলে ভ্রমণের স্মৃতি কথাটিও অত্যন্ত জনপ্রিয় একটি রচনা। বন্ধু ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে মিলে বিপ্লব সফল হলে তিনি কিউবার বিপ্লবী সরকারে একাধিক দায়িত্ব পালন করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য, বিপ্লবী আদালতে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্তদের আপিল পুনর্বিবেচনা এবং ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া, শিল্পোদ্যোগ মন্ত্রী হিসেবে খামার সংস্কার আইন প্রবর্তন, কিউবার কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট। যার রক্তে মিশে আছে বিপ্লবের মন্ত্র তিনি কি আর মন্ত্রিত্বের জীবনে স্বাচ্ছন্দ্যবোধ করেন? তিনি মন্ত্রিত্ব ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব ছেড়ে দিলেন। বন্ধু ফিদেল ক্যাস্ত্রোকে চিঠি লিখে আবারও বেড়িয়ে পড়লেন বিপ্লবের উদ্দেশ্যে।

ফিদেল ক্যাস্ত্রোর কাছে লেখা চিঠিতে তিনি লিখেছিলেন, আমরা স্ত্রী-পুত্র কিউবায় থাকলো, আশা করি সমাজতান্ত্রিক কিউবার অন্য নাগরিকরা যেসব সুবিধা পাবেন, তারাও সেই একই সুবিধা পাবে। উল্লেখ্য এখানে তার স্ত্রী-পুত্রের জন্য ফিদেল ক্যাস্ত্রোর কাছে কোনো অনুরোধ কিংবা সুপারিশ করেননি।  চে গেভারা বৃহত্তর বিপ্লবের উদ্দেশ্যে ১৯৬৫ সালে কিউবা ত্যাগ করেন। প্রথমে কঙ্গো কিনসহাসায় তার বিপ্লব প্রচেষ্টা ব্যর্থ হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us