দীর্ঘদিন ৯৭ দিন পর বার্সেলোনার জার্সিতে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। করোনার মহামারিতে গতকাল শনিবার বন্ধ স্টেডিয়ামে রিয়াল মায়োর্কার মুখোমুখি হয় তাঁর দল বার্সেলোনা। কিন্তু অবাক করার বিষয় হলো, এই বন্ধ স্টেডিয়ামও মেসি ভক্তদের উত্তেজনা কেউ থামাতে পারেনি। দর্শকহীন ম্যাচে হঠাৎ করে এক ভক্ত মাঠে ঢুকে যায়। মাঠে ঢুকে প্রিয় তারকার সঙ্গে সেলফি তোলার আবদার করে বসলেন এই মেসিভক্ত!
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খেলাচলাকালীন সেই ভক্ত স্টেডিয়ামের দক্ষিণ প্রান্ত দিয়ে ঢুকে যান মাঠে। ফরাসি এই নাগরিক মেসির ভক্ত। প্রায় দুই মিটার উচ্চতার বেড়া লাফ দিয়ে পার হয়ে মাঠে প্রবেশ করেন তিনি। আর্জেন্টিনার জার্সি পরে মাঠে ঢোকা লোকটি ছবিগুলো নাকি নিরাপত্তাকর্মীরা মুছে দিয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘মেসি আমার আদর্শ। ছবি তুলেছিলাম। পুলিশ মুছে দিয়েছে।
সম্ভবত আমার বিরুদ্ধে অভিযোগ দাখিল হবে, কিংবা জরিমানা। কিন্তু অভিজ্ঞতাটা দারুণ ছিল।’ ম্যাচটিতে ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। গোল করার পাশাপাশি সর্তীদের গোলেও অবদান রাখেন মেসি। এ ছাড়া নিজে গোল করে আরেকটি ইতিহাসে নাম লেখান আর্জেন্টাইন অধিনায়ক। গতকালের গোলের মাধ্যমে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগার টানা ১২ আসরে অন্তত ২০ গোল করে করলেন রেকর্ড ছয় বারের বর্ষসেরা ফুটবলার।