লন্ডনে সহিংস সংঘর্ষ, গ্রেফতার শতাধিক

বণিক বার্তা প্রকাশিত: ১৪ জুন ২০২০, ১৩:২৯

ইংল্যান্ডের রাজধানী লন্ডনে পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়ায় অন্তত একশরও বেশি কট্টরপন্থী স্বেতাঙ্গকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার পর বিশ্বব্যাপী বর্ণবাদবিরাধী প্রতিবাদ হচ্ছে। এর ছোঁয়া লেগেছে লন্ডনেও। শনিবারও পূর্বনির্ধারিত ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ব্যানারে বিক্ষোভ হওয়ার কথা ছিল।

এর জবাব দিতে কট্টরপন্থী স্বেতাঙ্গদের একটি গ্রুপ রাস্তায় নামে। যদিও নিরাপত্তাজনিত কারণে বর্ণবাদবিরোধীদের পূর্বনির্ধারিত কমূর্সচি বাতিল করা হয়। ডানপন্থীদের সঙ্গে সংঘর্ষ হতে পারে, এই শঙ্কায় তারা চলতি সপ্তাহে সব কর্মসূচি বাতিল করেছেন। তারপরও ঘোষণা অনুযায়ী শনিবার রাস্তায় নামে কট্টরপন্থীরা। তাদের দাবি, তারা তাদের ঐতিহ্যবাহী ভাস্কর্য রক্ষা করতে নেমেছেন। পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

সংঘর্ষ ও গ্রেফতার নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিস জনসন বলেছেন, ‘আমাদের রাস্তায় বর্ণবাদী ও সহিংস লোকজনের কোনো স্থান নেই। পুলিশের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে পূর্ণশক্তি নিয়েই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের এই মিছিল ও প্রতিবাদ চলমান আইন ভঙ্গ করে সহিংস রূপ নেয়। যুক্তরাজ্যে বর্ণবাদের কোনো স্থান নেই এবং একে বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us