বিতর্কিত ম্যাপ পাস নেপাল পার্লামেন্টে,, হুঁশিয়ারি ক্ষুব্ধ ভারতের

নয়া দিগন্ত প্রকাশিত: ১৪ জুন ২০২০, ০৬:৫১

ভারতের সাথে বিরোধপূর্ণ ভূমিখণ্ডকে নিজেদের বলে দাবি করে শনিবার বিকেলে পার্লামেন্টে নতুন মানচিত্র পাশ করল নেপাল। পার্লামেন্টের নিম্নকক্ষে ২৭৫ ভোটের মধ্যে ২৫৮টি ভোট পেয়ে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয় ওই সংবিধান সংশোধনী বিল। আর তার সঙ্গে সঙ্গেই ভারত কড়া ভাষায় জানিয়ে দিলো, এই পদক্ষেপ মেনে নেয়া যায় না। এই সিদ্ধান্ত একতরফা ও আলোচনার বিরোধী।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, ভারতের সঙ্গে নেপালের সীমান্ত নির্ধারণ সংক্রান্ত চুক্তি রয়েছে। কাঠমাণ্ডুর পার্লামেন্টে এদিন যা হলো, তা ওই চুক্তির সম্পূর্ণ বিরোধী। চরম হুঁশিয়ারি দিয়ে ভারত বলেছে, নিজেদের দাবিকে কৃত্রিমভাবে প্রতিষ্ঠা করা যায় না। কারণ, নেপালের এই দাবি ইতিহাসগতভাবে সঠিক তথ্য ও প্রমাণের উপর দাঁড়িয়ে নেই।

সব মিলিয়ে ভারত-নেপাল কূটনৈতিক সম্পর্কে নতুন এক তিক্ততার অধ্যায় শুরু হতে চলেছে। দীর্ঘদিন ধরে উত্তরাখণ্ডের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নিজেদের বলে দাবি করে এসেছে নেপাল। কিন্তু তা নিছক রাজনৈতিক দাবিতেই সীমাবদ্ধ ছিল। কোনো সাংবিধানিক বৈধতার জোর ছিল না। আন্তর্জাতিক মঞ্চ অথবা দ্বিপক্ষীয় বৈঠক—কোথাওই নেপাল ওই দাবি নিয়ে সরব হয়নি। কিন্তু সম্প্রতি ভারত ও চীনের সীমান্ত সংঘাত শুরু হলে, দ্রুত তিনটি জায়গাকে মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় নেপাল সরকার। সেদেশের বিরোধী দলও সেই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে। সরকারি মানচিত্র বদল করতে প্রয়োজন ছিল সংবিধানের সংশোধন। সেই লক্ষ্যেই শনিবার ডাকা হয়েছিল পার্লামেন্টের বিশেষ অধিবেশন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us