হালদায় ডলফিন ঝাঁকের জলকেলি

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ জুন ২০২০, ১৭:১৮

দক্ষিণ এশিয়ায় রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডলফিন ঝাঁকের বিচরণের বিরল দৃশ্য দেখা গেছে। গতকাল শুক্রবার হালদা নদীর হাটাহাজারী উপজেলার ইন্দিরা ঘাটের কাছাকাছি একটি জায়গায় এ দৃশ্যের সাক্ষী হন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

ইঞ্জিনচালিত নৌকা ও ঘেরা জালের বিরুদ্ধে অভিযান শেষে ফেরার পথে ডলফিনের ঝাঁকটির বিচরণের দৃশ্য তিনি ক্যামেরাবন্দি করেন।

রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অনযায়ী ইঞ্জিনচালিত নৌকার বিরদ্ধে অভিযান চালিয়ে ফেরার পথে ছিপাতলি ইউনিয়নের ইন্দিরা ঘাট এলাকা হঠাৎ একটি ডলফিনের ঝাঁকের দেখা পাই। পাঁচ থেকে ছয়টি ডলফিন ছিল। তার মধ্যে ছোট ছোট কয়েকটি বাচ্চা ডলফিনও চোখে পড়েছে। গত দেড় বছরে হালদা নদীতে আমি প্রায় ১১৪টি অভিযান পরিচালনা করেছি। মাঝে মাঝে ডলফিনের ভেসে ওঠা দেখেছি। কিন্তু এভাবে কখনো ডলফিনের ঝাঁক দেখিনি।’

হালদা নদীতে এক সময় ডলফিনের বিচরণ নিয়মিত দৃশ্য হলেও গত এক দশক ধরে দূষণ, অবৈধ জাল ব্যবহার, বালু উত্তোলন ও ইঞ্জিনচালিত নৌকার অবাধ যাতায়াতে কারণে ঝুঁকির মুখে পড়েছে স্তন্যপায়ী এই জলজ প্রাণিটি। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ২৫টি হালদায় ডলফিনের মৃত্যু হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us